বসুন্ধরা সিটিতে ঈদুল ফিতরের র্যাফেল ড্র অনুষ্ঠিত

ঈদুল ফিতর উপলক্ষে গত ৩ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত বসুন্ধরা সিটি আয়োজিত ২০তম ‘বসুন্ধরা সিটি গ্র্যান্ড ঈদ র্যাফেল ড্র-২০১৫’-এর ড্র গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা জামান আব্বাসী। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী খুরশীদ আলম ও অভিনেত্রী এম এস সাবেরি আলম মোতাহার।
বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের ঊর্ধ্বতন উপদেষ্টা (কারিগরি) ও বসুন্ধরা সিটির ইনচার্জ টিআইএম লতিফুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা সিটি শপিংমল দোকান মালিক সমিতির সভাপতি এম এ হান্নান আজাদ এবং ঊর্ধ্বতন সহসভাপতি গোলাম মৌলা। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক মো. লিয়াকত হোসেন, বিদ্যুৎ কুমার ভৌমিক ও শেখ আব্দুল আলীম এবং বসুন্ধরা সিটির মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) মোজর মোস্তফা রাহেল ইমাম (অব.)।