Pre-loader logo

বসুন্ধরা সিটিতে আবাসন মেলা

বসুন্ধরা সিটিতে আবাসন মেলা

বসুন্ধরা সিটি শপিংমলের নিচতলায় ৯ মার্চ থেকে শুরু হচ্ছে আবাসন মেলা। চলবে ১২ মার্চ পর্যন্ত। থার্ড আই সলিউশন এ মেলার আয়োজন করছে। মেলায় ফ্ল্যাট বা প্লট কেনা যাবে বিশেষ ছাড়ে। মেলায় কয়েকটি ব্যাংক অংশগ্রহণ করছে, তাদের কাছ থেকে পাওয়া যাবে আবাসনের ঋণ সুবিধা। আরও থাকবে ডেভেলপার কোম্পানি, ইন্টেরিওর হাউস, রঙ ও গৃহসজ্জা সামগ্রীর প্রতিষ্ঠান। মেলার স্টল সংখ্যা ১২টি। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।
থার্ড আই সলিউশনের ডিরেক্টর প্লানিং নাসের মহসিন বলেন, বসুন্ধরা সিটিতে প্রতিদিন এক থেকে সোয়া লাখ ক্রেতার সমাগম ঘটে। এছাড়া ছুটির দিন এর সংখ্যা দুই থেকে তিনগুণ হয়। তাই বিশাল এ ক্রেতাগোষ্ঠীকে কেনাকাটার পাশাপাশি বাড়তি সেবা দিতেই আমাদের এ আয়োজন। এখন থেকে প্রতি সপ্তাহে আমাদের এ মেলা চলবে ভিন্ন ভিন্ন পণ্য বা সেবা নিয়ে।
স্টল নেয়ার জন্য যোগাযোগ করা যাবে ০১৮৭৮৯৩৯৬৯-৩, ৪, ৫ নম্বরে।

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.