Pre-loader logo

বসুন্ধরা সর্বোচ্চ ভ্যাটদাতা

বসুন্ধরা সর্বোচ্চ ভ্যাটদাতা

২০১৫-১৬ অর্থবছরে উৎপাদনে মোংলার বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডকে সর্বোচ্চ ভ্যাটদাতা প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা দিয়েছে খুলনা কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট। এ সময় উৎপাদন, সেবা ও ব্যবসা ক্যাটাগরিতে আরও ১০ প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। গতকাল দুপুরে স্থানীয় হোটেলে জাতীয় ভ্যাট দিবস-২০১৭ উপলক্ষে এ সম্মাননা দেয়। সম্মাননাপ্রাপ্ত অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে— উৎপাদনে খুলনার হুগলি বিস্কুট কোম্পানি, সাতক্ষীরার ইয়াকিন পলিমার লিমিটেড ও মাদারীপুরের মিল্কভিটা। সেবায় খুলনার হোটেল ক্যাসল সালাম লিমিটেড, সাতক্ষীরার মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্ট ও মাদারীপুরের হোটেল সৈকত। ব্যবসায় খুলনার এএম চ্যানেল লিমিটেড, সাতক্ষীরার আর কে ট্রেডিং, শরিয়তপুরের এজি ট্রেডার্স ও মাদারীপুরের সিগমা ট্রেডার্স।

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.