বসুন্ধরা টিস্যু পুরস্কার জিতলেন ৯ জন

বসুন্ধরা টিস্যুর ধামাকা স্ক্র্যাচ কার্ড অফারের দ্বিতীয় দফার পুরস্কার পেয়েছেন ৯ জন অংশগ্রহণকারী। এর মধ্যে মোটরবাইক পুরস্কার পেলেন কাওসার আল হাসিব। ল্যাপটপ পেলেন শিরিন আক্তার ও রাসেল হোসেন, মাইক্রোওয়েভ ওভেন পুরস্কার পেয়েছেন সামসুন্নাহার বিউটি ও মো. জাহিদ। এ ছাড়া গোল্ড কয়েন পুরস্কার পেয়েছেন আব্দুস সালাম, কামরুন নেসা মায়া, নূর আলম ও শাফাক ইকবাল জুঁই। তাঁরা দেশের বিভিন্ন জেলা থেকে বসুন্ধরা ফেসিয়াল টিস্যু বক্স কিনে এই ধামাকা স্ক্র্যাচ কার্ড অফারে অংশ নেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জানানো হয়, যাত্রা শুরুর পর থেকে এ পর্যন্ত ১৮ বছর পাড়ি দিয়েছে বসুন্ধরা টিস্যু। দীর্ঘ দেড় যুগের এই পথচলাকে উদ্যাপন করতে সম্প্রতি এই ধামাকা স্ক্র্যাচ কার্ড অফার চালু করে বসুন্ধরা টিস্যু। আয়োজকরা জানান, অফারে অংশ নিতে হলে বাজার থেকে একটি ফেসিয়াল টিস্যু বক্সের সঙ্গে পাওয়া স্ক্র্যাচ কার্ড ঘষে যে নম্বর পাওয়া যাবে সেটা ৬৯৬৯ নম্বরে এসএমএস করতে হবে। এসএমএস পাঠানোর নিয়ম, BG
গতকাল রবিবার দ্বিতীয় দফার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার ২-এর সম্মেলনকক্ষে। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বসুন্ধরা সেক্টর সি-এর প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মির্জা মুজাহিদুল ইসলাম, নির্বাহী পরিচালক মো. মাসুদুজ্জামান ও মহাব্যবস্থাপক (বিপণন) তৌফিক হাসান প্রমুখ। বসুন্ধরা টিস্যুর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
পুরস্কার বিজয়ীদের অভিনন্দন জানিয়ে মির্জা মুজাহিদুল ইসলাম বলেন, দেশে বসুন্ধরাই প্রথম টিস্যু পেপার উৎপাদন শুরু করে। ২০০০ সালের মে মাসে এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। বলা যায়, এই প্রতিষ্ঠানটিই দেশের মানুষকে প্রথম টিস্যু ব্যবহার করতে শেখায়। এর মধ্যে প্রতিষ্ঠানটি দেড় যুগ পাড়ি দিয়েছে। তা ছাড়া বসুন্ধরা পেপারেরও ২৫ বছর পূর্তি হতে যাচ্ছে। আমরা একটি উৎসবমুখর পরিবেশে রয়েছি। সেটাকে আরো প্রাণবন্ত করতে আমরা বসুন্ধরা টিস্যু ধামাকা স্ক্র্যাচ কার্ড অফার চালু করি।