বসুন্ধরা গ্রুপের সঙ্গে কোজিতো'র চুক্তি

গত ৩ এপ্রিল বসুন্ধরা গ্রুপ এবং কোজিতো মার্কেটিং সলিউশন্স লিমিটেডের মধ্যে একটি ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে গ্রুপের বসুন্ধরা টিস্যু ও মোনালিসা স্যানিটারি ন্যাপকিনের বিজ্ঞাপনের যাবতীয় কার্যক্রম কোজিতো পরিচালনা করবে। বসুন্ধরা গ্রুপের প্রেস ও মিডিয়া উপদেষ্টা আবু তায়েব এবং কোজিতো মার্কেটিং সলিউশন্স লিমিটেডের গ্রুপ হেড অব অ্যাকাউন্ট তারিক সাঈদ চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ডিএমডি মোস্তাফিজার রহমান।