Pre-loader logo

বসুন্ধরা গ্রুপের এমডির সঙ্গে কংগ্রেসম্যান রোরাব্যাচারের বৈঠক

বসুন্ধরা গ্রুপের এমডির সঙ্গে কংগ্রেসম্যান রোরাব্যাচারের বৈঠক

যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ড্যানা রোরাব্যাচার ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ১১ অক্টোবর অপরাহে্ নিউইয়র্কের ম্যানহাটনে এক বৈঠকে মিলিত হন। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশে বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ এবং যুক্তরাষ্ট্রের সহযোগিতায় তা কীভাবে আরও উন্নত করা যায় তারা প্রধানত সে বিষয়ে আলোচনা করেন। বৈঠকে বলা হয়, প্রযুক্তি বিকাশের ধারা অব্যাহত রাখা হলে তা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে তাৎপর্যময় অবদান রাখবে। এতে ডিজিটালাইজড বাংলাদেশ গড়ার জন্য সরকারের চলমান পরিকল্পনাও উপকৃত হবে। কংগ্রেসম্যান ড্যানা রোরাব্যাচার এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয়ের জন্য কল্যাণকর প্রযুক্তি উন্নয়নে তার সমর্থন থাকবে বলে আশ্বস্ত করেন।

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.