Pre-loader logo

বসুন্ধরা এলপি গ্যাসের সেরা স্টল পুরস্কার লাভ

বসুন্ধরা এলপি গ্যাসের সেরা স্টল পুরস্কার লাভ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় আয়োজিত তিন দিনব্যাপী জ্বালানি ও বিদ্যুৎ মেলায় সেরা বেসরকারি স্টলের পুরস্কার পেয়েছে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড। বিদ্যুৎ ও জ্বালানি সম্পর্কিত সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি দেশী-বিদেশী ১০৬টি প্রতিষ্ঠানের ৩০৩টি স্টল এ মেলায় অংশ নেয়। গত শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেলিব্রেটি হলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বসুন্ধরা এলপি গ্যাসের প্রতিনিধি আব্দুস শুকুরের (বিভাগীয় প্রধান সাপ্লাই চেইন ডিভিশন) হাতে এই পুরস্কার তুলে দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজিম উদ্দিন চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ, বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমেদ কায়কাউস। বিজ্ঞপ্তি।

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.