Pre-loader logo

বসুন্ধরা এলপি গ্যাসের সর্বোচ্চ লক্ষ্যমাত্রা অর্জন

বসুন্ধরা এলপি গ্যাসের সর্বোচ্চ লক্ষ্যমাত্রা অর্জন

বাজারের সেরা বসুন্ধরা এলপি গ্যাস লি. সিলিন্ডার রিফিল উল্লেখযোগ্য লক্ষ্যমাত্রা অর্জন করেছে। গত মাসের এই অর্জন এ যাবৎ কালের সবচেয়ে বেশি। এই অর্জন উপলক্ষে বসুন্ধরা এলপি গ্যাস লি.-এর সঙ্গে সংশ্লিষ্ট সকল বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে একটি উৎসাহমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যাতে উপস্থিত থেকে কর্মকর্তা-কর্মচারীদের উৎসাহ যোগান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান। এছাড়াও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের সিএফডিও তোফায়েল হোসেন, বিএলপিজিএল অ্যান্ড এসআইসিএল’র হেড অব সেলস মীর টি.আই. ফারুক রিজভী, জিএম, এইচআর অ্যান্ড এডমিন আতিকুজ্জামান খান, হেড অব ডিভিশন, অপারেশন অ্যান্ড প্ল্যানিং জাহিদুল ইসলাম এবং জিএম, ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস মাহাবুব আলম। অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান তার বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই সাফল্যকে ধরে রাখাই হবে আমাদের প্রধান চ্যালেঞ্জ। তিনি আরও বলেন, সাফল্য শুধু আমাদের একার নয়, ভোক্তারও। তাদের এই আস্থাকে যথাযথ মূল্যায়ন করাই হবে আমাদের ব্রত। প্রত্যন্ত অঞ্চলে বসুন্ধরা এলপি গ্যাসের সহজ প্রাপ্তি নিশ্চিত করার উপর বিশেষ জোর দিয়ে ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান বলেন, আগামীতে এ বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেয়াই হবে আমাদের অন্যতম লক্ষ্য। এছাড়াও উপস্থিত ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তারাও তাদের মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। সব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি টানা হয়।

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.