বসুন্ধরা এলপি গ্যাসের পরিবেশক সম্মেলন

বসুন্ধরা এলপি গ্যাসের পরিবেশক সম্মেলন ‘স্বর্ণালী দিন’ অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার। রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে বসুন্ধরা গ্রুপের কর্মকর্তাবৃন্দ এবং ঢাকা, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের এক হাজার ৫০০ জন পরিবেশক ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান ও সাফওয়াত সোবহান। পরে ২০১৭-১৮ সালের সেরা পরিবেশকসহ অন্যদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান।
সম্মেলনে সভাপতিত্ব এবং সার্বিক পরিচালনা ও তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের হেড অব মার্কেটিং অ্যান্ড
সেলস ফারুক রিজভী।
পরে এক জমকালো সাংস্কৃতিক আয়োজনে অংশ নেন চিত্রনায়ক ইমন, চিত্রনায়ক রাশান, চিত্রনায়িকা ও টিভি অভিনেত্রী তিশা, টিভি অভিনেত্রী ও মডেল মিমি চৌধুরী, টিভি অভিনেত্রী হুমায়রা হিমু, সঙ্গীতশিল্পী লিজা, অভিনেতা সিদ্দিকুর রহমান প্রমুখ।