বসুন্ধরা এলপি গ্যাসের কর্মশালা মানিকগঞ্জে

সঠিকভাবে এলপি গ্যাস সিলিন্ডার ব্যবহার এবং ভোক্তাদের মধ্যে নিরাপত্তা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার মানিকগঞ্জে অনুষ্ঠিত হলো বসুন্ধরা এলপি গ্যাসের নিরাপদ নিবাস কর্মশালা। ‘ব্যবহারের প্রশিক্ষণ নিন, নিরাপদ থাকুন প্রতিদিন’ এই স্লোগানে গৃহিণীদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এলপি গ্যাস সম্পর্কে কুইজ প্রতিযোগিতা ও র্যাফল ড্র আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন ১৩০ জন গৃহিণী। বিজয়ীদের গ্যাস সিলিন্ডার, গ্যাসের চুলা, স্মার্ট ফোন, জামদানি শাড়িসহ নানা পুরস্কার দেওয়া হয়।
মানিকগঞ্জের একটি হোটেলে কর্মশালাটি পরিচালনা করেন বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব ডিভিশন (সেলস) মীর টি আই ফারুক। আরো উপস্থিত ছিলেন ডিভিশনাল সেলস ইনচার্জ মো. আনোয়ার হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ মো. আরিফ হোসেন, ইভেন্ট অ্যান্ড আউটডোর এক্সিকিউটিভ মো. সাইফুর রহমানসহ অন্য কর্মকর্তারা। মীর টি আই ফারুক জানান, এলপি গ্যাস ব্যবহারের সুবিধা, সঠিকভাবে গ্যাস সিলিন্ডার ব্যবহার এবং ভোক্তাদের মধ্যে নিরাপত্তাবিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশব্যাপী এই কর্মশালা পরিচালনা করা হচ্ছে। এ পর্যন্ত ২৩ জেলায় এই কর্মশালা আয়োজন করা হয়। মীর টি আই ফারুক আরো জানান, গত তিন বছরে এলপি গ্যাসের চাহিদা বেড়েছে ১০ গুণ।