বসুন্ধরা এলপি গ্যাসের অভিনন্দন অনুষ্ঠান

বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড গত মাসে সিলিন্ডার রিফিলের উল্লেখযোগ্য ল্যমাত্রা অর্জন করে। এ অর্জন উপলে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের সংশ্লিষ্ট সব বিভাগের কর্মকর্তা ও কর্মচারীকে নিয়ে একটি উৎসাহমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের সংশ্লিষ্ট সব বিভাগের কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান। আরো উপস্থিত ছিলেন তোফায়েল হোসেন, সিএফডিও, বসুন্ধরা গ্রুপ, হেড অব সেলস মীর টি আই ফারুক রিজভী, জিএম এইচআর অ্যান্ড অ্যাডমিন আতিকুজ্জামান খান, হেড অব ডিভিশন, অপারেশন অ্যান্ড প্লানিং জাহিদুল ইসলাম এবং জিএম ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস মাহাবুব আলম। অনুষ্ঠানে আহমেদ আকবর সোবহান তার স্বাগত বক্তব্যে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, এই সাফল্যকে ধরে রাখা হবে আমাদের প্রধান চ্যালেঞ্জ। তিনি আরো বলেন, সাফল্য শুধু আমাদের একার নয়, ভোক্তার এই আস্থাকে যথাযথ মূল্যায়ন করা হবে আমাদের ব্রত। এ ছাড়াও প্রত্যন্ত অঞ্চলে বসুন্ধরা এলপি গ্যাসের সহজপ্রাপ্তি নিশ্চিত করার ওপর বিশেষ জোর দিয়ে ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান বলেন, আগামীতে এই বিষয়কে বিশেষ গুরুত্ব দেয়া হবে আমাদের অন্যতম ল্য। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।