বসুন্ধরার সহযোগিতায় ঢাবিতে বসন্ত উৎসব

দেশের শীর্ষ শিল্পপরিবার বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় বসন্ত উৎসব’। আগামী ১৫ মার্চ বিশ্ববিদ্যালয়ের মলচত্বরে এ উৎসব অনুষ্ঠিত হবে। বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল সোসাইটি এই অনুষ্ঠানের আয়োজন করবে। গতকাল ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে ইভেন্টের আয়োজক ও স্পন্সর বসুন্ধরা গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষর এবং ইভেন্টের লোগো উন্মোচিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মুস্তাফিজুর রহমান, জেনারেল ম্যানেজার (সেল্স) মাসুদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল সোসাইটির মডারেটর সাবরিনা সুলতানা চৌধুরী, সংগঠনটির সভাপতি ওয়াসেক সাজ্জাদ, সাধারণ সম্পাদক আহসান রনি প্রমুখ।