বসুন্ধরার আয়োজনে বিশেষ শিশুদের ভিন্ন রকম দিন

শীতের সকালে সূর্য মামার দেখা। সকাল ৮টার পর থেকেই সূর্যের আলোয় দিনটা উজ্জ্বল হতে শুরু করে। আর এই আলোময় দিনে বিশেষ শিশুদের (প্রতিবন্ধী শিশু) নিয়ে বিশেষ অনুষ্ঠান অন্যরকম এক রঙ ছড়িয়ে দিলো।
প্রাণ খুলে হাসি, হই-হুল্লোড়, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি প্রতিযোগিতাসহ নানা আয়োজনে বিশেষ এই শিশুদের দেখা গেল প্রাণবন্ত। সাথে আসা এসব শিশুর অভিভাবকেরাও ছিলেন নির্ভার ও পরিতৃপ্ত। এমনই মুগ্ধকর পরিবেশনায় শেষ হলো দেশের বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত বিশেষ শিশুদের (প্রতিবন্ধী শিশু) নিয়ে ‘উইন্টার ক্যাম্প ২০১৫ উইথ ন্যাশন চাইল্ড’।
গতকাল বেলা সাড়ে ১১টায় বসুন্ধরা আবাসিক এলাকায় (ব্লক আই) বেলুন উড়িয়ে দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ বসুন্ধরার চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও পরিচালক ইয়াশা সোবহান। সমাপনী অনুষ্ঠানে যোগ দেন বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক আফরোজা বেগম।
অনুষ্ঠানের সহযোগিতায় ছিল বসুন্ধরা পেপারস মিলস লিমিটেড ও বিশেষ শিশুদের নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা সুইড বাংলাদেশ। সকাল সাড়ে ৯টার দিকে অনুষ্ঠান প্রাঙ্গণে প্রবেশ করেই দেখা পাওয়া যায় বিশেষ এসব শিশু আয়োজকদের দেয়া লাল টি-শার্ট পরে নিজেদের মতো করে আনন্দে মেতে ওঠেছে। দুপুরে তো রীতিমতো উৎসবে পরিণত হয় দিনব্যাপী চলা এ অনুষ্ঠান।
বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়। এরপর ‘উইন্টার ক্যাম্প ২০১৫ উইথ ন্যাশন চাইল্ড’ এর একটি ওয়েবসাইট ও ফেসবুক পেজের লোগো উন্মোচন করেন ইয়াশা সোবহান। এরপর শুরু হয় এসব শিশুর খেলাধুলা, সাংস্কৃতিক, নৃত্য প্রতিযোগিতা। ১৫ বছরের কম ও পনের প্লাস দুই ভাগে ভাগ করে এসব প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বেলা পৌনে ২টা পর্যন্ত চলে এসব প্রতিযোগিতা। বেলা আড়াইটার দিকে অতিথিদের নৃত্য পরিবেশন করে বিশেষ শিশুরা। শিশুদের নৃত্য ও গান পরিবেশনায় অতিথিরা মুক্তা বলে অভিমত প্রকাশ করেন। নৃত্য ও গান পরিবেশনা শেষে দৌড়, সফট বল নিক্ষেপ, নৃত্য, চিত্রাঙ্কন, গানসহ ৯টি ইভেন্টে ২৭ জনকে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও প্রাইজ মানি দেয়া হয়। সবশেষে প্রতিজনকে দেয়া হয় প্রাইজ মানি ও আকর্ষণীয় উপহার।
সমাপনী অনুষ্ঠানে ‘উইন্টার ক্যাম্প ২০১৫ উইথ ন্যাশন চাইল্ড’ মূল উদ্যোক্তা ইয়াশা সোবহানকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক আফরোজ বেগম বলেন, আজকেই প্রথম পরিচয় হলাম ন্যাশন চাইল্ডের সাথে। খুবই ভালো লাগলো।
এই আয়োজন সব সময় থাকবে জানিয়ে বিশেষ এসব শিশুর উদ্দেশ্যে আফরোজ বেগম বলেন, তোমরা খেলাধুলা ও পড়াশোনা চালিয়ে যাবে। তোমাদের পাশে সবসময় বসুন্ধরা থাকবে।
‘উইন্টার ক্যাম্প ২০১৫ উইথ ন্যাশন চাইল্ড’ এর মূল উদ্যোক্তা ও ফাউন্ডার ইয়াশা সোবহান বলেন, অনেক স্বপ্ন আছে তোমাদের নিয়ে। যেন আরো কিছু করতে পারি সেই চেষ্টা করে যাবো। আমি অনেক খুশি আজকে তোমাদের সাথে সময় কাটাতে পেরে। সবশেষে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেভেলপমেন্ট গ্রুপের (বিডিজি) ভাইস চেয়ারম্যান দিলারা মুস্তফা, ডিরেক্টর রাবিয়া মেহের মাহমুদ, সুইড বাংলাদেশের মহাসচিব জওয়াহেরুল ইসলাম মামুন, পরিচালক (স্পোর্টস অ্যান্ড কালচারাল) কাজী বিলকিস বেগমসহ বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ ধরনের অনুষ্ঠানের আয়োজন ও সারা দিন অনুষ্ঠান প্রাঙ্গণ ঘুরে সবার সাথে যোগাযোগ ও বিশেষ শিশুদের সাথে সময় কাটানো এবং দক্ষতার সাথে অনুষ্ঠানটি পরিচালনার জন্য এসব শিশুর অভিভাবকেরা ‘উইন্টার ক্যাম্প ২০১৫ উইথ ন্যাশন চাইল্ড’ এর মূল উদ্যোক্তা ও ফাউন্ডার ইয়াশা সোবহানকে ধন্যবাদ জানান ও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিশেষ শিশুদের নিয়ে কাজ করা ‘সুইড বাংলাদেশ’ এর পক্ষ থেকে জানানো হয়, এ অনুষ্ঠানে তাদের ঢাকা, নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জ জেলার ১১টি শাখা থেকে ১৫৫ জন বিশেষ শিশু (প্রতিবন্ধী) এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এসব শিশুর সাথে তাদের অভিভাবকও ছিলেন।
আয়োজকেরা জানান, এখন থেকে প্রতি বছর বিশেষ দিন ও দিবসে এমন আয়োজন করা হবে। ‘উইন্টার ক্যাম্প ২০১৫ উইথ ন্যাশন চাইল্ড’ ওয়েবসাইট : (http://bgnationchild.com) ও ফেসবুক পেজ (Facebook//bgnationchild.com)। বিজ্ঞপ্তি।
প্রাণ খুলে হাসি, হই-হুল্লোড়, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি প্রতিযোগিতাসহ নানা আয়োজনে বিশেষ এই শিশুদের দেখা গেল প্রাণবন্ত। সাথে আসা এসব শিশুর অভিভাবকেরাও ছিলেন নির্ভার ও পরিতৃপ্ত। এমনই মুগ্ধকর পরিবেশনায় শেষ হলো দেশের বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত বিশেষ শিশুদের (প্রতিবন্ধী শিশু) নিয়ে ‘উইন্টার ক্যাম্প ২০১৫ উইথ ন্যাশন চাইল্ড’।
গতকাল বেলা সাড়ে ১১টায় বসুন্ধরা আবাসিক এলাকায় (ব্লক আই) বেলুন উড়িয়ে দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ বসুন্ধরার চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও পরিচালক ইয়াশা সোবহান। সমাপনী অনুষ্ঠানে যোগ দেন বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক আফরোজা বেগম।
অনুষ্ঠানের সহযোগিতায় ছিল বসুন্ধরা পেপারস মিলস লিমিটেড ও বিশেষ শিশুদের নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা সুইড বাংলাদেশ। সকাল সাড়ে ৯টার দিকে অনুষ্ঠান প্রাঙ্গণে প্রবেশ করেই দেখা পাওয়া যায় বিশেষ এসব শিশু আয়োজকদের দেয়া লাল টি-শার্ট পরে নিজেদের মতো করে আনন্দে মেতে ওঠেছে। দুপুরে তো রীতিমতো উৎসবে পরিণত হয় দিনব্যাপী চলা এ অনুষ্ঠান।
বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়। এরপর ‘উইন্টার ক্যাম্প ২০১৫ উইথ ন্যাশন চাইল্ড’ এর একটি ওয়েবসাইট ও ফেসবুক পেজের লোগো উন্মোচন করেন ইয়াশা সোবহান। এরপর শুরু হয় এসব শিশুর খেলাধুলা, সাংস্কৃতিক, নৃত্য প্রতিযোগিতা। ১৫ বছরের কম ও পনের প্লাস দুই ভাগে ভাগ করে এসব প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বেলা পৌনে ২টা পর্যন্ত চলে এসব প্রতিযোগিতা। বেলা আড়াইটার দিকে অতিথিদের নৃত্য পরিবেশন করে বিশেষ শিশুরা। শিশুদের নৃত্য ও গান পরিবেশনায় অতিথিরা মুক্তা বলে অভিমত প্রকাশ করেন। নৃত্য ও গান পরিবেশনা শেষে দৌড়, সফট বল নিক্ষেপ, নৃত্য, চিত্রাঙ্কন, গানসহ ৯টি ইভেন্টে ২৭ জনকে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও প্রাইজ মানি দেয়া হয়। সবশেষে প্রতিজনকে দেয়া হয় প্রাইজ মানি ও আকর্ষণীয় উপহার।
সমাপনী অনুষ্ঠানে ‘উইন্টার ক্যাম্প ২০১৫ উইথ ন্যাশন চাইল্ড’ মূল উদ্যোক্তা ইয়াশা সোবহানকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক আফরোজ বেগম বলেন, আজকেই প্রথম পরিচয় হলাম ন্যাশন চাইল্ডের সাথে। খুবই ভালো লাগলো।
এই আয়োজন সব সময় থাকবে জানিয়ে বিশেষ এসব শিশুর উদ্দেশ্যে আফরোজ বেগম বলেন, তোমরা খেলাধুলা ও পড়াশোনা চালিয়ে যাবে। তোমাদের পাশে সবসময় বসুন্ধরা থাকবে।
‘উইন্টার ক্যাম্প ২০১৫ উইথ ন্যাশন চাইল্ড’ এর মূল উদ্যোক্তা ও ফাউন্ডার ইয়াশা সোবহান বলেন, অনেক স্বপ্ন আছে তোমাদের নিয়ে। যেন আরো কিছু করতে পারি সেই চেষ্টা করে যাবো। আমি অনেক খুশি আজকে তোমাদের সাথে সময় কাটাতে পেরে। সবশেষে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেভেলপমেন্ট গ্রুপের (বিডিজি) ভাইস চেয়ারম্যান দিলারা মুস্তফা, ডিরেক্টর রাবিয়া মেহের মাহমুদ, সুইড বাংলাদেশের মহাসচিব জওয়াহেরুল ইসলাম মামুন, পরিচালক (স্পোর্টস অ্যান্ড কালচারাল) কাজী বিলকিস বেগমসহ বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ ধরনের অনুষ্ঠানের আয়োজন ও সারা দিন অনুষ্ঠান প্রাঙ্গণ ঘুরে সবার সাথে যোগাযোগ ও বিশেষ শিশুদের সাথে সময় কাটানো এবং দক্ষতার সাথে অনুষ্ঠানটি পরিচালনার জন্য এসব শিশুর অভিভাবকেরা ‘উইন্টার ক্যাম্প ২০১৫ উইথ ন্যাশন চাইল্ড’ এর মূল উদ্যোক্তা ও ফাউন্ডার ইয়াশা সোবহানকে ধন্যবাদ জানান ও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিশেষ শিশুদের নিয়ে কাজ করা ‘সুইড বাংলাদেশ’ এর পক্ষ থেকে জানানো হয়, এ অনুষ্ঠানে তাদের ঢাকা, নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জ জেলার ১১টি শাখা থেকে ১৫৫ জন বিশেষ শিশু (প্রতিবন্ধী) এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এসব শিশুর সাথে তাদের অভিভাবকও ছিলেন।
আয়োজকেরা জানান, এখন থেকে প্রতি বছর বিশেষ দিন ও দিবসে এমন আয়োজন করা হবে। ‘উইন্টার ক্যাম্প ২০১৫ উইথ ন্যাশন চাইল্ড’ ওয়েবসাইট : (http://bgnationchild.com) ও ফেসবুক পেজ (Facebook//bgnationchild.com)। বিজ্ঞপ্তি।