পিরোজপুরে বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি সম্মেলন অনুষ্ঠিত

গত বুধবার পিরোজপুরের স্বরূপকাঠীর মিয়ারহাট বন্দরে বসুন্ধরা সিমেন্টের সৌজন্যে রাজমিস্ত্রি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দুই শতাধিক রাজমিস্ত্রি অংশগ্রহণ করেন। দেশের সর্ববৃহৎ ও সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি বসুন্ধরা সিমেন্টের গুণগত মান এবং নির্মাণ কার্যের টেকনিক্যাল দিক সম্পর্কে ওই অনুষ্ঠানে আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে দুস্থ রাজমিস্ত্রিদের আর্থিক সহায়তা দেয়া হয়। বিশিষ্ট সিমেন্ট ব্যবসায়ী নজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সুঠিয়াকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো: আ: হক, ইঞ্জিনিয়ার রবীন্দ্রনাথ ঢালী, ইঞ্জিনিয়ার মো: আবুল হোসেন, মো: আ: রহিম, মো: লালন প্রমুখ। অনুষ্ঠানে বসুন্ধরা সিমেন্টের পক্ষ উপস্থিত ছিলেন সহকারী জেনারেল ম্যানেজার আবদুল লতিফ, কবির আহাম্মেদ, জিয়াউর রহমান, রবিউল আউয়াল, রাসেল আহমেদ ও ইঞ্জিনিয়ার মো: কাওসার।