Pre-loader logo

পদ্মা সেতু প্রকল্প বিশ্বের বুকে অনন্য নজির

পদ্মা সেতু প্রকল্প বিশ্বের বুকে অনন্য নজির

বহুল আলোচিত পদ্মা সেতু প্রকল্পকে বিশ্বের বুকে অনন্য নজির হিসেবে আখ্যায়িত করেছেন খ্যাতনামা প্রকৌশলী অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী। পদ্মা সেতু প্রকল্পের এই প্রধান উপদেষ্টা আরও বলেন, এ সেতুর দীর্ঘস্থায়িত্বের জন্য ১৫০ মিটার পাইলিং করেছি। সংযোগ সড়কের কাজও শেষ পর্যায়ে। দেশি অর্থায়নে নির্মাণাধীন পদ্মা সেতু বাংলাদেশের অন্যতম অর্থনৈতিক চ্যালেঞ্জ বলেও মনে করেন তিনি।
গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ গ্রুপ অব ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর ব্রিজ অ্যান্ড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং (আইএবিএসই) ও জাপান সোসাইটি অব সিভি ইঞ্জিনিয়ার্স (জেএসসিই) যৌথভাবে আয়োজিত ‘অ্যাডভান্সেস ইন ব্রিজ ইঞ্জিনিয়ারিং-থ্রি’ শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী এসব কথা বলেন। হার্ডিঞ্জ ব্রিজের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। আরও বক্তব্য দেন ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশের সভাপতি ড. এম. শামীম জেড. বসুনিয়া, আইএবিএসইর সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ এফ এম সাইফুল আমিন, ঢাকাস্থ জাইকা কার্যালয়ের জ্যেষ্ঠ প্রতিনিধি কেই তয়ামা প্রমুখ। দুই দিনের এ সম্মেলনের প্লাটিনাম স্পন্সর হিসেবে রয়েছে দেশের শীর্ষ উদ্যোক্তা পরিবার বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা সিমেন্ট। সম্মেলনে জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞ প্রকৌশলীরা অংশ নিয়েছেন। এ ছাড়াও অবকাঠামো নির্মাণ খাতের সঙ্গে জড়িত দেশি-বিদেশি প্রতিষ্ঠান সম্মেলনে যোগ দিয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.