Pre-loader logo

নারী দিবসে বসুন্ধরার মোনালিসা উইমেন্স ক্লাবের আয়োজন

নারী দিবসে বসুন্ধরার মোনালিসা উইমেন্স ক্লাবের আয়োজন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বসুন্ধরা গ্রুপের মোনালিসা উইমেন্স ক্লাব বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রীদের নিয়ে পিরিয়ডকালীন হাইজেনিক সচেতনতাবিষয়ক এক বিশেষ সেমিনার ও সুস্বাস্থ্য রক্ষায় ফ্রি স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেছে। গতকাল রাজধানীর গার্হস্থ্য অর্থনীতি কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা মুজিব হলে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত প্রত্যেক ছাত্রীকে মোনালিসা উইমেন্স ক্লাবের ফ্রি সদস্য করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় ফজিলাতুননেসা মুজিব হলের ২০১০-১১ শিক্ষাবর্ষের ছাত্রীদের র‌্যাগডে অনুষ্ঠানের স্পন্সর করে মোনালিসা উইমেন্স ক্লাব। ক্লাবটি ‘একান্ত অনুভূতি : বালিকা থেকে নারী হয়ে ওঠা’ শীর্ষক রচনা প্রতিযোগিতার অয়োজন করে। রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন প্রীতি সাহা, দ্বিতীয় কামরুন্নাহার ও তৃতীয় তাহিরা তাবাসসুম। বিকালে ফজিলাতুননেসা মুজিব হলের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে স্পন্সর করে মোনালিসা উইমেন্স ক্লাব। হল প্রাধ্যক্ষ সাবিতা রিজওয়ানা রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও আবাসিক শিক্ষিকা শাহান নাসরিন, সেলিম উল্লাহ ও রবিউল আলম। শিক্ষা সমাপনী উপলক্ষে ‘ছড়াব আলো বিশ্বময়, অন্তরে আজ এই প্রত্যয়’ স্লোগানে বহ্নিশিখা সুভেনিয়রের মোড়ক উন্মোচন করা হয়। হলের সাহিত্য, সংস্কৃতি ও অন্যান্য ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার দিয়েছে হল কর্তৃপক্ষ। এ অনুষ্ঠান শেষে প্রত্যেক ছাত্রীকে মোনালিসা স্যানিটারি ন্যাপকিনের ট্রাভেল প্যাক বিনামূল্যে দেওয়া হয় এবং মোনালিসা উইমেন ক্লাবের ফ্রি সদস্য করা হয়।

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.