ডেইলি সান ষষ্ঠ বর্ষে

ষষ্ঠ বর্ষে পদার্পণ করল দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক ‘ডেইলি সান’। পাঠকের আস্থা অর্জনের মধ্য দিয়ে দৈনিকটি পার করেছে সাফল্যের পাঁচটি বছর। গতকাল মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ ভবনের ডেইলি সান কার্যালয়ে পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।
গতকাল সন্ধ্যায় বর্ণাঢ্য আয়োজনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপ ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর। এর আগে এমডি পত্রিকার কার্যালয়ে এলে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ডেইলি সানের ভারপ্রাপ্ত সম্পাদক মো. জামিলুর রহমান।
অনুষ্ঠানে কালের কণ্ঠ সম্পাদক ও কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, ডেইলি সানের উপদেষ্টা সম্পাদক আমির হোসেন, কালের কণ্ঠ’র উপদেষ্টা সম্পাদক অমিত হাবিব, নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে সাংবাদিক, লেখক, ব্যবসায়ী, বিশিষ্টজনসহ ডেইলি সানের সাংবাদিক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে সকাল থেকে বিভিন্ন ব্যাংক, বেসরকারি বিশ্ববিদ্যালয়, দূতাবাস, মোবাইল অপারেটর, গণমাধ্যম, বিশিষ্ট ব্যক্তি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। ডেইলি সান কার্যালয় সাজানো হয় বর্ণিল সাজে।