টুঙ্গিপাড়ায় শেখ রাসেল ক্রীড়াচক্রের আয়োজনে গণভোজ

জাতীয় শোক দিবস উপলে টুঙ্গিপাড়ায় মিলাদ ও দোয়া মাহফিল এবং গণভোজের আয়োজন করেছে শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেড। টুঙ্গিপাড়ায় সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ, বালাডাঙ্গা এস এম মুসা স্কুল, শেখ রাসেল শিশু নিকেতন এবং শেখ রাসেল দুস্থ শিশু প্রশিণ কেন্দ্রে এ আয়োজন করা হয়। শেখ রাসেল ক্রীড়াচক্রের সহসভাপতি মীর সমীর, ডিরেক্টর (ইনচার্জ) ইসমত জামিল আকন্দ লাভলু, পরিচালক (ক্রীড়া) সালেহ জামান ও পরিচালক (অর্থ) আব্দুল লতিফ এ সময় উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহানের সেক্রেটারি মাকসুদুর রহমান। শেখ রাসেল ক্রীড়াচক্রের পরিচালকদের মধ্যে ছিলেন শাহজাহান কবির, আবুল কাশেম, স ম হাসান জামান, হামিদুল হক শামীম, জাকির হোসেন, এস এম জাহাঙ্গীর, খলিলুর রহমান, সামসুল আরেফিন, হাবিবুর রহমান মান্নু, আলিমুজ্জামান আলম, কাজী কামরুল আহমেদ, শাহ আলম, খন্দকার তরিকুল হক, ওয়াসিউর রহমান, খবির হোসেন মিঠু। শেখ রাসেল ক্রীড়াচক্রের স্থায়ী সদস্যদের মধ্যে ছিলেন বেলায়েত হোসেন বেপারী, নওশাদ সেলিম, আবু বক্কর ও আব্দুর রহিম। এ আয়োজনে শেখ রাসেল ক্রীড়াচক্রের কর্মকর্তা ছাড়াও স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।