জ্বালানি ও বিদ্যুৎ মেলায় সেরা বসুন্ধরা এলপি গ্যাস

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আয়োজিত ‘আলোর পথে আরো এগিয়ে’ স্লোগান সামনে রেখে তিন দিনব্যাপী অনুষ্ঠিত জ্বালানি ও বিদ্যুৎ মেলায় সেরা বেসরকারি স্টলের পুরস্কার পেয়েছে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড। বিদ্যুৎ ও জ্বালানি সম্পর্কিত সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি দেশি-বিদেশি ১০৬টি প্রতিষ্ঠানের ৩০৩টি স্টল এ মেলায় অংশ নেয়। গত শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেলিব্রেটি হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বসুন্ধরা এলপি গ্যাসের প্রতিনিধি আবদুস শুকুরের (বিভাগীয় প্রধান, সাপ্লাই চেইন ডিভিশন) হাতে এ পুরস্কার তুলে দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
সরকারি স্টল ক্যাটাগরিতে সেরা পুরস্কার পায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, বড়পুকুরিয়া কয়লা খনি লিমিটেড ও ভূ-তাত্তি¡ক জরিপ অধিদপ্তর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজিম উদ্দিন চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ, বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমেদ কায়কাউস।
মেলার বিভিন্ন স্টলের মধ্যে বসুন্ধরার এলপি গ্যাসের স্টলে ভিড় ছিল লক্ষণীয়। স্টলটিতে সাধারণ দর্শনার্থীর পাশাপাশি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরাও পরিদর্শনে আসেন।
স্টলটিতে বিভিন্ন যানবাহন ও বাসাবাড়িতে ব্যবহার উপযোগী বিভিন্ন সাইজের গ্যাসের সিলিন্ডার প্রদর্শন করা হয়। সিলিন্ডার থেকে প্রয়োজনমাফিক গ্যাস পাওয়ার জন্যও রাখা হয়েছিল ভ্যাপারাইজার। এ ছাড়া প্রদর্শিত হয়েছে অটো গ্যাস কনভার্সনের নানা ধরনের কিটস।
বসুন্ধরা এলপি গ্যাসের অপারেশন ও প্ল্যানিং বিভাগের প্রধান প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম বলেন, জ্বালানির চাহিদা ও পরিবেশের ঝুঁঁকির কথা মাথায় রেখেই বসুন্ধরা যানবাহন ও বড় অ্যাপার্টমেন্টে ব্যবহার উপযোগী সিলিন্ডার, ভ্যাপারাইজারসহ অন্যান্য যন্ত্রপাতি তৈরি করছে, যার কিছু অংশ প্রদর্শনীতে আনা হয়েছিল। এ গ্যাসের ব্যবহার যানবাহনের ইঞ্জিনের জন্য সহায়ক আবার গ্যাস সংযোগহীন ভবনগুলোতেও গ্যাস ব্যাংক তৈরি করে এলপিজির ব্যবস্থা করা যাবে বলেও জানান তিনি। ুিবজ্ঞপ্তি।