জাতীয় শোক দিবসে শেখ রাসেল ক্রীড়াচক্রের নানা কর্মসূচি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের ৪০তম শাহাদাতবার্ষিকী (জাতীয় শোক দিবস) পালনে নানা কর্মসূচি গ্রহণ করেছে শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেড। গতকাল শনিবার রাজধানীর ইস্ট ওয়েস্ট মিডিয়ার কনফারেন্স রুমে ঐতিহ্যবাহী এ ক্লাবের চেয়ারম্যান ও দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় চূড়ান্ত হওয়া কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে ১৫ আগস্ট সকালে রাজধানীর বনানীতে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন, ২১ আগস্ট টুঙ্গিপাড়ায় জাতির জনকের মাজার জিয়ারত ও গণভোজ। এ ছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর রাসেল স্কয়ার, বনানী, বঙ্গভবনের সামনে, সোবহানবাগ এলাকা ও টুঙ্গিপাড়ায় তোরণ স্থাপন করবে ক্লাবটি।
জরুরি ওই সভায় আগামী ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিন পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ উপলক্ষে জাতীয় ফুটবল দল ও শেখ রাসেল ক্রীড়াচক্রের মধ্যে প্রীতি ম্যাচ ও জাতীয় টেবিল টেনিস টুর্নামেন্ট হতে পারে।
আগামী ১২ সেপ্টেম্বর শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। ক্লাবের চেয়ারম্যান ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর তাঁর বাসভবনে এজিএম আয়োজনের প্রস্তাব দিলে সভায় সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।
সংগঠনের ডিরেক্টর ইন-চার্জ ইসমত জামিল আখন্দ লাভলুর পরিচালনায় জরুরি সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান মীর ছমির, পরিচালক গোলাম রব্বানী হেলাল, নাঈমুর রহমান দুর্জয়, সালেহ জামান সেলিম (স্পোর্টস), আলীমুজ্জামান আলীম প্রমুখ। এ ছাড়া শেখ রাসেল ক্রীড়াচক্রের সম্মানিত পরিচালক, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম সভায় উপস্থিত ছিলেন।