গলাচিপায় কিং ব্র্যান্ড সিমেন্টের রাজসভা

‘স্বপ্ন নির্মাণে সঠিক সিমেন্ট’ এবং ‘নির্মাণের কারিগর সুস্থ থাকুন জীবনভর’ এ দুটি স্লোগান নিয়ে পটুয়াখালীর গলাচিপায় বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্টের উদ্যোগে রাজসভা ও ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। গতকাল স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে আয়োজিত সভায় গলাচিপার কিং ব্র্যান্ড সিমেন্টের ডিলার মেসার্স বায়েজিদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মিজানুর রহমান বায়েজিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিং ব্র্যান্ড সিমেন্টের বরিশাল বিভাগের সিনিয়র ম্যানেজার (সেলস) কবির আহমেদ। এ সময় অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা প্রকৌশলী মো. আতিকুর রহমান তালুকদার, গলাচিপা পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. আবু আউয়াল, গলাচিপা উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী মো. শাহ আলম। এ ছাড়া উপস্থিত ছিলেন পটুয়াখালীর এরিয়া সেলস ম্যানেজার মো. সাইফুল আলম, গলাচিপা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ইমাদুল মাঝি, সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন প্রমুখ।
কিং ব্র্যান্ড সিমেন্টের টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার মো. মামুন উর রশিদ জানান, বাংলাদেশের সর্বাধুনিক জার্মানির ভিআরএম পদ্ধতিতে কিং ব্র্যান্ড সিমেন্ট উৎপাদিত হয়। কিং ব্র্যান্ড সিমেন্টের উৎপাদন পদ্ধতি, সিমেন্টের কাঁচামাল, সরবরাহ পদ্ধতি ও বিভিন্ন বড় বড় সরকারি-বেসরকারি প্রকল্পে কিং ব্র্যান্ড সিমেন্টের ব্যবহারের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। এর পরে বিকেলে উপস্থিত নির্মাণ শ্রমিকদের স্বাস্থ্যসেবা প্রদান করার উদ্দেশ্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্প করা হয়। নির্মাণ শ্রমিকদের স্বাস্থ্যসেবা প্রদান করেন গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মেজবাহ উদ্দিন।