খুলনায় বসুন্ধরা সিমেন্ট ও সিএইচডাব্লিউইর মধ্যে চুক্তি স্বাক্ষর

খুলনায় বসুন্ধরা সিমেন্ট ও দ্য ফার্স্ট ইঞ্জিনিয়ারিং ব্যুরো অব হিয়ান ওয়াটার কনজারভেন্সির [The First Engineering Bureau of Hean Water Conservancy (সিএইচডাব্লিউই)] মধ্যে করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় কোস্টাল এমব্যাংকমেন্ট অব ইমপ্রুভিং প্রজেক্ট (সিইআইপি), ফেস-১-এ বসুন্ধরা ইন্ড্রাস্টিয়াল কমপ্লেক্স এক লাখ ২০ হাজার মেট্রিক টন বসুন্ধরা সিমেন্ট সরবরাহ করবে।
গতকাল রবিবার রাতে নগরীর একটি অভিজাত হোটেলে এ চুক্তি সই হয়। বসুন্ধরা সিমেন্টের পক্ষে করপোরেট সেলস ম্যানেজার মো. মনিরুজ্জামান ও সিএইচডাব্লিউইর পক্ষে ডেপুটি প্রজেক্ট ম্যানেজার উই লি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিএইচডাব্লিউইর কন্ট্রাক্ট ম্যানেজার ওয়াং সুয়াই, বসুন্ধরা সিমেন্টের মংলা প্লান্ট ইনচার্জ নাবারুন কুমার সাহা, সিমেন্ট সেক্টরের সেলস জেনারেল ম্যানেজার খন্দকার কিংশুক হোসেন, এইচ ও ডি অ্যাকাউন্ট মংলা মো. রবিউল ইসলাম, বিআইসিএলের ব্র্যান্ড ম্যানেজার আশিকুর রহমান আশিক ও কোয়ালিটি কট্রোল ম্যানেজার মো. আলমগীর কবির।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, দেশের সর্ববৃহৎ ও সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি বসুন্ধরা সিমেন্টের গুণগত মানের কারণে সিএইচডাব্লিউই ‘বসুন্ধরা সিমেন্ট’কে তাদের অংশীদার করেছে।