খুলনায় কিং ব্র্যান্ড সিমেন্টের হালখাতা

খুলনায় বসুন্ধরার সিমেন্ট খাতের প্রতিষ্ঠান কিং ব্র্যান্ড সিমেন্টের হালখাতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার জেলার ডুমুরিয়া উপজেলার থুকরা বাজারে জনতা সিমেন্ট এজেন্সি এ হালখাতার আয়োজন করে।
জনতা বহুমুখী আদর্শ সমবায় সমিতির সভাপতি এস এস মোস্তাকিম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেঘনা সিমেন্ট মিলস লিমিটেডের হেড অব অ্যাকাউন্স মো. রবিউল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন কিং ব্র্যান্ড সিমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল লতিফ, কিং ব্র্যান্ড সিমেন্ট কম্পানির খুলনা বিভাগীয় সেলস ম্যানেজার মো. নুরুল ইসলাম, বহুমুখী আদর্শ সমবায় সমিতির প্রিন্সিপাল অফিসার এস এম গোলাম কুদ্দুস। হালখাতায় ৪০০ জন রিটেইলার উপস্থিত ছিলেন। রিটেইলারদের মধ্য থেকে ২০ জনকে মেগা পুরস্কার আর সবাইকে সাধারণ পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভোক্তা ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করে কিং ব্র্যান্ড সিমেন্ট সারা দেশে জনপ্রিয়তা অর্জন করেছে। সিমেন্ট প্রস্তুত থেকে বিপণন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে গুণগত মান বজায় রাখা হয়।