Pre-loader logo

কুমিল্লায় বসুন্ধরা সিমেন্ট রাজমিস্ত্রি সম্মেলন

কুমিল্লায় বসুন্ধরা সিমেন্ট রাজমিস্ত্রি সম্মেলন

গুণগত মান ও নির্মাণ সাফল্যে বসুন্ধরা সিমেন্ট খুব অল্প সময়েই মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। ফলে বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসেবে এগিয়ে যাচ্ছে বসুন্ধরা সিমেন্টও। গত বৃহস্পতিবার রাতে কুমিল্লায় অনুষ্ঠিত বসুন্ধরা সিমেন্ট রাজমিস্ত্রি সম্মেলনে এমন অভিমতই জানিয়েছেন আগতরা।
নির্মাণশিল্পে ব্যবহূত পণ্যের গুণগত মান, পরিমাপ এবং সঠিক প্রয়োগের ওপর এক নির্মাণ কর্মশালার আয়োজন করে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা সিমেন্ট। গত বৃহস্পতিবার রাতে কুমিল্লা সেনানিবাসের কফি হাউস রেস্টুরেন্টে অনুষ্ঠিত কর্মশালায় জেলার বিভিন্ন স্থান থেকে আসা প্রায় ৭৫ জন রাজমিস্ত্রি অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বসুন্ধরা সিমেন্ট কুমিল্লা ডিভিশনের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ আলী খাঁন। অনুষ্ঠানে বসুন্ধরা সিমেন্টের গুণগত মান নিয়ে সচিত্র প্রতিবেদন তুলে ধরেন ইঞ্জিনিয়ার মো. আসাদুজ্জামান, নির্মাণবিষয়ক সচিত্র প্রতিবেদন তুলে ধরেন ইঞ্জিনিয়ার মো. শরিফুল ইসলাম শরিফ। অনুষ্ঠানে আলোচকরা বলেন, সিমেন্টশিল্পে দেশের সবচেয়ে বেশি উত্পাদন ক্ষমতাসম্পন্ন আধুনিক কারখানা রয়েছে বসুন্ধরা সিমেন্টের। আর দেশের সবচেয়ে বেশি সিমেন্টও উত্পাদন করে এ প্রতিষ্ঠানটি। দেশের সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতু নির্মাণ, পদ্মা সেতু নদী শাসন প্রকল্পসহ বড় বড় স্থাপনাগুলোতেও ব্যবহার হয়ে আসছে বসুন্ধরা সিমেন্ট। সরকারি প্রকল্পের পাশাপাশি বেসরকারি বড় বড় নির্মাণেও ব্যবহার হচ্ছে বসুন্ধরা সিমেন্ট।
সম্মেলনের শেষে উপস্থিত রাজমিস্ত্রিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.