কুমিল্লায় বসুন্ধরা সিমেন্টের মতবিনিময়

কুমিল্লায় বিক্রেতাদের সঙ্গে বসুন্ধরা সিমেন্টের এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার কুমিল্লা ক্লাবের কনফারেন্স কক্ষে বসুন্ধরা সিমেন্টের কুমিল্লা ডিলার মেসার্স এম আলী কনস্ট্রাকশনের আয়োজনে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা সিমেন্টের চট্টগ্রাম উইংয়ের ম্যানেজার মোহাম্মদ আলী খান। বিশেষ অতিথি ছিলেন দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয় ও এমআরসি বিল্ডার্সের ম্যানেজার মোহাম্মদ হিমেল। সভায় সভাপতিত্ব করেন মেসার্স এম আলী কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী হাজি মোহাম্মদ শহীদুল্লাহ। সভা সঞ্চালনা করেন বসুন্ধরা সিমেন্টের কুমিল্লা ডিভিশনাল মার্কেটিং ম্যানেজার মো. জাকারিয়া সিদ্দিকী। এ সময় ডিলাররা তাঁদের মতামতসহ বক্তব্য তুলে ধরেন। পরে কুমিল্লা অঞ্চলের বর্ষসেরা ১৫ জন বিক্রেতাকে পুরস্কৃত করা হয়। এ সময় উপস্থিত সবাইকে বসুন্ধরা সিমেন্টের পক্ষ থেকে একটি ছাতা ও গিফট প্যাকেট দেওয়া হয়।