Pre-loader logo

কিংসে আসছেন বিশ্বকাপ খেলা আরেক ফুটবলার!

কিংসে আসছেন বিশ্বকাপ খেলা আরেক ফুটবলার!

বসুন্ধরা কিংস থেকে চলে গেছেন বিশ্বকাপ খেলা কোস্টারিকান ফুটবলার ড্যানিয়েল কলিনড্রেস। তার অসাধারণ পারফরম্যান্সে অভিষেক মৌসুমেই লিগ শিরোপা জয় করেছিল অস্কার ব্রুজোনের দল। এবার নতুন করে দল গোছাতে শুরু করেছে বসুন্ধরা কিংস। এরই মধ্যে হাই প্রোফাইল ফুটবলারদের বায়োডাটা জমা পড়েছে ক্লাব কর্তৃপক্ষের কাছে। ক্লাব সূত্রে জানা গেছে, এই তালিকায় আছে ফ্রান্সের হয়ে দুটি বিশ্বকাপ খেলা তারকা ফুটবলার ম্যাথু ভালবুয়েনার নামও। তার এজেন্ট কিংসের কাছে বায়োডাটা জমা দিয়েছে। এছাড়াও বসুন্ধরা কিংস ব্রাজিলের অলিম্পিক ফুটবল দলের একজনকে দলে আনার চেষ্টা করছে। জমা পড়েছে আরও কিছু ফুটবলারের নাম। সবমিলিয়ে কিছুদিনের মধ্যেই দল গোছানোর কাজ শেষ করতে যাচ্ছে বসুন্ধরা কিংস। যেসব ফুটবলারদের নাম জমা পড়েছে অনলাইনে তাদেরকে পরখ করছেন দলের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন। তিনি যাকে বসুন্ধরা কিংসের জন্য যোগ্য মনে করবেন তাকেই চূড়ান্ত করা হবে। দেখা যাক, আর্জেন্টাইন তারকা বারকোসের সঙ্গী হন কে?

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.