কিংসে আরো ৪

প্রিমিয়ার লিগের নতুন ক্লাব বসুন্ধরা কিংস তিন দফায় মোট ১০ জন নতুন ফুটবলার সই করিয়ে ফেলল। কাল যোগ হয়েছেন চারজন—রেজাউল করিম, সাদ্দাম হোসেন অ্যানি, আলমগীর কবির রানা ও রিদওয়াদ বিন রহমান রাকিন। পরীক্ষিত পারফরমার প্রত্যেকে। এর আগে তৌহিদুল আলম, হেমন্ত ভিনসেন্টের মতো তারকাদেরও দলে ভিড়িয়েছে তারা। শিরোপাপ্রত্যাশী দলটির কর্মকাণ্ড ফুটবলারদেরও আকৃষ্ট করছে। খেলোয়াড়দের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিক্যাল পার্টনার হিসেবে এ্যাপোলো হসপিটালসের সঙ্গে চুক্তি করেছে তারা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ছিলেন ক্লাব সভাপতি ইমরুল হাসান এবং এ্যাপোলো হসপিটালসের পরিচালক (বিজনেস ডেভেলপমেন্ট) শান্তনু কুমার দাস।