কিংব্র্যান্ড সিমেন্টের রাজমিস্ত্রি সম্মেলন

স্বপ্ন গড়ে দিই আমরা—এই স্লোগানে কুষ্টিয়ার কুমারখালীতে রাজমিস্ত্রিদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান কিংব্র্যান্ড সিমেন্টের আয়োজনে এ সম্মেলনটি গত মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুুরেন্টে অনুষ্ঠিত হয়। সম্মেলনে ২৬ জন রাজমিস্ত্রি অংশ নেন।
নির্মাণ শ্রমিক তৌহিদুর রহমান বেলালের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের এরিয়া সেলস ইনচার্জ মজনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কুমারখালীর ব্যবসায়ী আনোয়ার কবির উজ্জ্বল ও বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার কাউসার হোসেন।