কালীগঞ্জে বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি সম্মেলন সম্পন্ন

ঝিনাইদহের কালীগঞ্জে বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ উপজেলা শহরের রূপসী বাংলা রেস্তোরাঁয় বসুন্ধরা সিমেন্ট ইন্ডাস্ট্রিজ এই সম্মেলনের আয়োজন করে।
বসুন্ধরা সিমেন্টের কালীগঞ্জ পরিবেশক সেলিমুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা সিমেন্টের এজিএম ইমাম ফারুক। বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা সিমেন্ট খুলনার ডেপুটি ম্যানেজার জিয়াউর রহমান, ঝিনাইদহ জেলা সিমেন্ট পরিবেশক সমিতির সভাপতি হাজি মো. জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে ইমাম ফারুক বলেন, সিমেন্টশিল্পে বাংলাদেশের সর্বোচ্চ উত্পাদনক্ষম আধুনিক কারখানা রয়েছে একমাত্র বসুন্ধরা সিমেন্টের। বর্তমানে দেশের সবচেয়ে বেশি সিমেন্ট উত্পাদন করছে প্রতিষ্ঠানটি। উত্পাদনপ্রক্রিয়ায় ব্যবহূত হচ্ছে জার্মান প্রযুক্তি ভিআরএম, যা সিমেন্টের সক্ষমতা বাড়িয়ে দেয় এবং স্থাপনার দীর্ঘস্থায়ী শক্তির নিশ্চয়তা দেয়।
সম্মেলনে অংশ নেন জেলার বিভিন্ন উপজেলার শতাধিক রাজমিস্ত্রি। এ সময় তাঁদের নিরাপদ ও সুষ্ঠু উপায়ে সিমেন্ট ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠানে আলোচনা ও প্রশিক্ষণ শেষে র্যাফল ড্র ও পুরস্কার বিতরণ করা হয়।