কক্সবাজারে বসুন্ধরা ও কিং ব্র্যান্ড সিমেন্টের বিপণনকারীদের মিলনমেলা

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা সিমেন্ট ও কিং ব্র্যান্ড সিমেন্টের বিপণনকারীদের (রিটেইলার) তিন দিনের মিলনমেলা শেষ হয়েছে। সারা দেশের দুই শতাধিক বিপণনকারী এ অনুষ্ঠানে যোগ দেন। এসব ক্ষুদ্র ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যরা একসঙ্গে মিলিত হয়ে কক্সবাজার সৈকত ও সেন্ট মার্টিনস দ্বীপ ঘুরে বেড়ান।
তাঁরা শুক্রবার দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনস ভ্রমণে যান। ভ্রমণ শেষে গতকাল শনিবার বিপণনকারীরা কক্সবাজার ত্যাগ করেন। বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের জেনারেল ম্যানেজার (বিক্রয়) খোন্দকার কিংশুক হোসেন এবং ইভেন্ট ম্যানেজার সাইফুল ইসলাম রুবেলসহ অন্য কর্মকর্তারা বিপণনকারীদের সঙ্গে ছিলেন।