এস আলম গ্রুপের পরিচালকের মৃত্যুতে বিজি চেয়ারম্যানের শোক

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এস আলম গ্রুপের পরিচালক মোরশেদুল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বসুন্ধরা গ্রুপের (বিজি) চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।
শনিবার (২৩ মে) এস আলম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল আলমের কাছে পাঠানো এক শোকবার্তায় তিনি এ শোক জানান।
শোকবার্তায় বলা হয়, মোরশেদুল আলমের মৃত্যুতে বসুন্ধরা গ্রুপ ও আমার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। তার জীবন ও কর্ম আমাদের নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার বিরাট উৎস হয়ে থাকবে। আমি মোরশেদুল আলমের বিদেহী আত্মার শান্তি কামনা করি। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
মোরশেদুল আলমের পরিবার যেন এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে পারেন সে প্রার্থনা করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান।
এর আগে ১৭ মে মোরশেদুল আলমসহ পরিবারের ছয় সদস্যের কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে। পরে বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় তিনি শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি হন।
হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. আব্দুর রব জানান, মোরশেদুল আলমের হার্টে আগে থেকেই রিং পরানো ছিল। শুক্রবার (২২ মে) সন্ধ্যার দিকে এক দফা কার্ডিয়াক অ্যাটাকও হয়েছিল তার।