Pre-loader logo

এসআইবিএলের ইজি ব্যাংকিং সেবা বসুন্ধরায়

এসআইবিএলের ইজি ব্যাংকিং সেবা বসুন্ধরায়

ব্যাংকিং আরও সহজ করার জন্য সোস্যাল ইসলামী ব্যাংক লি. (এসআইবিএল) নিয়ে এলো ইজি ব্যাংকিং সেবা। সম্প্রতি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এ সেবার উদ্বোধন করেন। এখন থেকে এসআইবিএল ইজি ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকরা এটিএম ও সিডিএম মেশিনের সাহায্যে ২৪ ঘণ্টা টাকা জমা ও উত্তোলনসহ অন্যান্য ব্যাংকিং সেবা সহজেই গ্রহণ করতে পারবেন। এ ছাড়া এসআইবিএল ইজি ব্যাংকিংয়ের বুথের ওয়াই-ফাই জোন থেকে তারা সহজেই ইন্টারনেট ব্যাংকিং সেবাও নিতে পারবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআইবিএলের চেয়ারম্যান মেজর ডা. মো. রেজাউল হক (অব.)। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা এ আর রশিদি সুজা, বসুন্ধরা গ্রুপের সিনিয়র ডিএমডি বেলায়েত হোসেন, এসআইবিএলের ডিএমডি এ এম এম ফরহাদ প্রমুখ।

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.