এএফসি’র দিকে তাকিয়ে বসুন্ধরা কিংস

সিংহভাগ ক্লাবের সিদ্ধান্তই মেনে নিয়ে স্থগিত হওয়া লীগ দু’দিন আগে বাতিল করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই ঘোষণায় বেশির ভাগ ক্লাব স্বস্তির নিঃশ্বাস ফেললেও এএফসি কাপ নিয়ে বিপাকে পরেছে লীগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এএফসি কাপের গ্রুপ পর্বে মাত্র একটি ম্যাচ খেলেছে দলটি। করোনার কারণে তাদের বাকি ম্যাচগুলো কবে হবে, এ নিয়ে এক প্রকার অনিশ্চয়তা রয়ে গেছে। আর বিস্তারিত জানতে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছে চিঠি দিয়েছে বসুন্ধরা কিংস।
খরচ যাতে না বাড়ে সে জন্য প্রায় সব ক্লাবই বিদেশি খেলোয়াড়দের বিদায় করে দিচ্ছে। দেশিদের সঙ্গেও রফা-দফা করার চেষ্টা করছে ক্লাবগুলো। কিন্তু এএফসি কাপে খেলার আশায় বসুন্ধরা কিংস তাদের বিদেশি খেলোয়াড়দের বিদায় করতে পারছে না। দলটির তারকা কোস্টারিকান ফরোয়ার্ড ড্যানিয়েল কলিনদ্রেসের সঙ্গে মে মাস পর্যন্তই চুক্তি আছে।