ইস্ট ওয়েস্ট মিডিয়ায় এসএপি প্রযুক্তি

ইস্ট ওয়েস্ট মিডিয়ার ব্যবস্থাপনা ও তত্ত্বাবধায়ন ডিজিটালাইজড করতে ব্যবহার করা হচ্ছে বিশ্বখ্যাত এসএপি প্রযুক্তি। এর প্রযুক্তিগত সহায়তায় রয়েছে স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান এক্সাটেক সলিউশন লিমিটেড। গতকাল ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজি) কনফারেন্স রুমে এসএপি বাস্তবায়ন উপলক্ষে কর্মনির্ধারণী সভা অনুষ্ঠিত হয়। এতে এক্সাটেক সলিউশন লিমিটেডের পরিচালক রাজীব ইমরান, ইডব্লিউএমজি হেড অব প্রেস সৈয়দ ফরহাদ আলী রেজা, এজিএম (এ অ্যান্ড এফ) এস এম মেহেদী হাসান, হেড অব সেলস মজিবুর রহমান, ম্যানেজার (স্টোর) জাহিদুর রহমান, এজিএম (প্রোডাকশন) ডি এম আজম উপস্থিত ছিলেন। আগামী ১৬ ফেব্রুয়ারি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সব ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান অনলাইনে শুরু হবে। সুষ্ঠু তত্ত্বাবধানের মাধ্যমে একদিকে নির্ভুলভাবে যেমন প্রতিষ্ঠান পরিচালিত হবে সেই সঙ্গে বাড়বে গ্রাহকসেবা। ইতিমধ্যে কর্মপন্থা নির্ধারণ করেছে প্রেস ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।