অ্যামেচার চ্যাম্পিয়ন্স ট্রফি ও জার্সি উন্মোচন

আগামী ১৩ অক্টোবর থেকে ১৬ দলের অংশগ্রহণে শুরু হচ্ছে অ্যামেচার চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসর। ম্যাচগুলো হবে ঢাকার সিটি ক্লাব মাঠ, গুলশান ইয়ুথ ক্লাব মাঠ ও ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে। ১৬টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। দলগুলো হলো এমই ক্রিকেট টিম, লাইলা ক্রিকেট ক্লাব, টেক রিপাবলিক, কমনওয়েলথ সিসি, এসপিজি বয়েজ, রেড কোর্ট সিসি, হক ব্রাদার্স, ট্রাভেল বুকিং বিডি, বেঙ্গল তাজ, কাজী কিংস, টোটাল টাইগার ক্রিকেট, ঢাকা ইন্ডিয়ান্স, র্যাংকন, গুলশান ইয়ুথ ক্লাব, কেসি সুপারস্টার ও গ্রিন স্যালিংন্স। গতকাল বাড্ডার সাঁতারকূলে ইউনাইটেড সিটির ফার্মহাউজে এক অনুষ্ঠানে এ সব তথ্য জানান আয়োজক বিপিএল ফ্রাঞ্চাইজি ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের কর্মকর্তারা। জার্সি ও ট্রফি উম্মোচন করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও রংপুর রাইডার্সের কর্ণধার সাফওয়ান সোবহান।